দেশের প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সদস্যদের জন্য গত ২০ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক ‘এআই ইন জার্নালিজম’ শীর্ষক বিশেষ কর্মশালা। টিএমজিবি ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এর যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয়। গুলশানের বিন কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। এতে টিএমজিবির সদস্যরা সংবাদ সম্পাদনা, কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারে এআই প্রযুক্তির সর্বশেষ কৌশল হাতে-কলমে শিখেছেন। কর্মশালায় স্বাগত বক্তব্যে টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা এমন আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি এবং উপভোগ করতে পারি। বিনকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই। ডবন ট্রাস্টের চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি...