২০২৫ সাল যেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) জন্য এক অনন্য অর্জনের বছর। বছরের শুরু থেকে একের পর এক আন্তর্জাতিক মঞ্চে জয়রথ ছুটিয়ে চলেছেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোবোটিকস হোক, মহাকাশ বিজ্ঞান কিংবা সাগরতলের প্রযুক্তি-প্রতিটি ক্ষেত্রেই ইউআইইউ-এর উদ্ভাবনী টিমগুলো বিশ্বের নজর কাড়ছে। এই ধারাবাহিক সাফল্য শুধু ইউআইইউ-এর নয়, পুরো দেশের জন্যই গর্বের। ইউআইইউ-এর তিনটি উল্লেখযোগ্য আন্তর্জাতিক অর্জন তুলে ধরা হলো: যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটে অনুষ্ঠিত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৫-এ টানা চতুর্থবারের মতো এশিয়ার শীর্ষ স্থান দখল করে নেয় ইউআইইউ মার্স রোভার টিম। প্রতিযোগিতার ‘সায়েন্স মিশনে’পূর্ণ ১০০-তে ১০০ স্কোর করে প্রথমবারের মতো এশিয়ার হয়ে ‘সেরা বিজ্ঞান দল’-এর স্বীকৃতি অর্জন করে তারা। ওই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে নিজেদের তৈরি রোভারের ক্ষমতা এবং অপারেশন দক্ষতা প্রদর্শন করে অংশগ্রহণকারী দলগুলো। এজন্য রোভারগুলোকে অনুসন্ধান, স্বয়ংক্রিয় নেভিগেশন, চরম পরিস্থিতি...