বাংলাদেশসহ বিশে^র বিভিন্ন দেশের শিশু-কিশোরদের অন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করতে স্পেস ইনোভেশন ক্যাম্প এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) যৌথভাবে আয়োজন করেছে বছরের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক শিক্ষা প্রতিযোগিতা- গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াড ২০২৫। গত ২০ সেপ্টেম্বর ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই প্রতিযোগিতা। উদ্বোধনের পাশাপাশি শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় হাতে-কলমে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, যা তাদের কৌতূহল ও সৃজনশীলতাকে আরও উজ্জীবিত করেছে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ৬-৯ বছর, ১০-১২ বছর ও ১৩-১৬ বছর বয়সী তিনটি গ্রুপে অংশ নিতে পারবে। প্রতিযোগিতার বিষয় সমূহ হলো বিজ্ঞান, গণিত, পরিবেশ, প্রযুক্তি, ব্রেন গেমস এবং সাধারণ জ্ঞান। প্রতি জন অংশগ্রহণকারী সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। আগামী ২০ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল। অলিম্পিয়াডে সহযোগী পার্টনার হিসেবে রয়েছে ক্লাউড...