সাউথইস্ট ইউনিভার্সিটি দেশের লিডিং ইউনিভার্সিটিগুলোর একটি। ‘মিটিং দ্য চ্যালেঞ্জ অব টাইম’-স্লোগান সামনে রেখে ২০০২ সালে যাত্রা শুরু করে এই বিশ্ববিদ্যালয়টি। শিক্ষার্থীদের শুধু একজন গ্র্যাজুয়েট নয়, বরং বিশ্বমানের দক্ষতাসম্পন্ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসাবে গড়ে তুলতে সাউথইস্ট ইউনিভার্সিটি প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকার প্রাণকেন্দ্র তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত এর নান্দনিক স্থায়ী ক্যাম্পাস, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য সহজ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করে। বর্তমানে এখানে ১৫ হাজারেরও বেশি শিক্ষার্থী ১৭টি ভিন্ন ভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করছেন। শিক্ষার মান অনেকাংশে নির্ভর করে শিক্ষকদের ওপর। সাউথইস্ট ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতা, গবেষণায় অবদান এবং প্রার্থীর সামগ্রিক একাডেমিক অর্জনকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অভিজ্ঞ অধ্যাপকদের পাশাপাশি একদল তরুণ ও দক্ষ শিক্ষাবিদ এখানে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন। পাঁচ শতাধিক শিক্ষকের এই দলটি নিরলসভাবে শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত মানোন্নয়নে সহায়তা করেন।...