নারায়ণগঞ্জে ময়লার ভাগাড় থেকে পাচঁ বস্তা ভর্তি এনআইডি কার্ড পাওয়ার বিষয়ে নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয় তা জানাতে জেলা প্রশাসককে (ডিসি) নিদের্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন। রোববার রাতে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র, বিপুল সংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সিলমোহর উদ্ধার করেছে পুলিশ। জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন বলেছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে ব্যবস্থা নিবেন। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনদুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে নারায়ণগঞ্জের ফতুল্লার ময়লার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় পাওয়া পাঁচ বস্তা এনআইডি কার্ড এবং...