ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত নেতাদের কর্মকাণ্ড নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রুহুল কবির রিজভীসহ অন্য যারা রাজনীতিবীদ, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা রাজনীতিতে যে ধরনের আশা নিয়ে রাজনীতি করছেন, যে নির্বাচন হলে তারা রিজভীসহ ক্ষমতায় চলে যাবে।ডাকসু প্রসঙ্গ টেনে নুরুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের ফলে তাদের আঁতে ঘা লেগেছে। তাদের আসলেই অনেক বেশি মনে কষ্ট লেগেছে। এ জায়গা থেকে হয়তো তারা ভুল বকাবকি করছেন।তিনি আরও বলেন, তারা যে কথা বলছেন, তাদের ছাত্র সংগঠন (ছাত্রদল) বিভিন্ন জায়গায় পানির ফিল্টার, শিক্ষার্থীদের কলম, ফাইলসহ বিভিন্ন উপকরণ দিয়েছে। তারা এই চ্যারিটি কাজগুলো করেছে কেন? এখন তো আমার প্রশ্ন করা...