বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। সেই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই চলছে পাল্টাপাল্টি বক্তব্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বলেছেন, সরকারের উধ্বর্তন মহল থেকেও নাকি বিসিবি নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। তার সেই অভিযোগের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেছেন, নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। বেসরকারী টেলিভিশনে এক সাক্ষাৎকারে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ। তামিমকে সামনে রেখে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের একটি পক্ষ গতকাল একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।...