রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পিছিয়েছে। আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয় উত্তাল হয়েছে উঠেছে। নির্বাচন কমিশনের এ সিন্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন শিবিরের নেতাকর্মীরাসহ শিক্ষার্থীরা।আরো পড়ুন:রাকসুু ভোট পেছানোয় ক্ষুব্ধ শিবির, স্লোগানে উত্তাল রাতের ক্যাম্পাসরাকসু নির্বাচন নিয়ে মুখোমুখি দুইপক্ষ, উত্তেজনা রাকসুু ভোট পেছানোয় ক্ষুব্ধ শিবির, স্লোগানে উত্তাল রাতের ক্যাম্পাস সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এর সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজকের রাকসু নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু, ছাত্র সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি সার্বিকভাবে বিস্তারিত পর্যালোচনা করা হয়।...