ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, পাকিস্তানশাসিত কাশ্মির (আজাদ কাশ্মির) একদিন নিজেই ভারতের সঙ্গে যুক্ত হবে। তার ভাষায়, এ অঞ্চল দখল করতে কোনো ধরনের সামরিক হামলার প্রয়োজন হবে না, এটা ভারতেরই অংশ। সোমবার (২২ সেপ্টেম্বর) মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, পাকিস্তানশাসিত কাশ্মির একদিন ভারতের অংশ হয়ে যাবে। এরই মধ্যে সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান দিতে শুরু করেছে। পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে একই বক্তব্য দিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রাজনাথ সিং বলেন, আমি তখনও বলেছিলাম, আজাদ কাশ্মির দখলের জন্য আমাদের কোনো আক্রমণের দরকার হবে না। কারণ ওটা ভারতেরই অংশ। সময় আসবে, যখন সেখানকার মানুষ নিজেরাই বলবে,‘আমিও ভারত’। সেই দিন অবশ্যই আসবে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজনাথের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন...