গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম। সভায় জানানো হয়, এ বছর উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১০৬টি মন্দির ও পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে—রসুলপুরে ৯টি, নলডাঙ্গায় ৮টি, দামোদরপুরে ১৬টি, জামালপুরে ৬টি, ফরিদপুরে ৭টি, ধাপেরহাটে ৭টি, ইদিলপুরে ২টি, ভাতগ্রামে ১২টি, বনগ্রামে ১৭টি, কামারপাড়ায় ১৪টি এবং খোর্দ্দকোমরপুরে ৮টি মন্দির-মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এ তথ্য উপস্থাপন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী। সভায় বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফজিলা খাতুন,...