খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষক লাঞ্ছনায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৩২ জনকে সতর্ক নোটিশ প্রদান করা হয়েছে। রবিবার কুয়েট ছাত্রশৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়। শাস্তিপ্রাপ্ত পাঁচ জনের মধ্যে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (এমএসসি) শিক্ষার্থী মো. সালিম সাদমানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও চার জনকে ৬ মাস বহিষ্কার করা হয়েছে। তারা হলেন– লেদার ইঞ্জিনিয়ারিং, ২৩ ব্যাচের ওমর বিন হোসাইন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ২১ ব্যাচের শান্ত ইসলাম, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের মো. হৃদয় ও ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২২ ব্যাচের সাফওয়ান আহমেদ ইফাজ। এ ছাড়া আরও ৩২ জনকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে। কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বলেন, ‘শৃঙ্খলা কমিটির সভায় পাঁচ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার...