উপসাগরীয় দেশ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান হামলার জেরে নতুন করে আলোচনায় এসেছে পশ্চিমা সামরিক জোট ‘ন্যাটো’র ধাঁচে মধ্যপ্রাচ্যে সামরিক জোট গঠনের প্রস্তাব। ২০১৫ সালে ওঠা ‘আরব’ বা ‘ইসলামিক ন্যাটো’ গঠনের এই প্রস্তাব আবার সামনে এনেছে মিশর। চলতি মাসে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ১৫ সেপ্টেম্বর কাতারে জরুরি বৈঠকে বসেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা। সেখানে তারা আঞ্চলিক নিরাপত্তা জোরদারের জন্য একটি ‘আরব’ বা ‘ইসলামিক ন্যাটো’ গঠনের আহ্বান জানিয়েছেন। ২০১৫ সালে ইয়েমেন যুদ্ধ ও হুতিদের সানা দখলের প্রেক্ষাপটে নীতিগতভাবে এই ধারণা গ্রহণ করা হয়েছিল। মূলত সেই প্রস্তাবই সামনে এনেছে মিশর। বৈঠকে সরাসরি ‘আরব ন্যাটো’ বা ‘ইসলামিক ন্যাটো’র নাম উল্লেখ করা হয়নি। তবে মিশর, ইরান ও পাকিস্তানের নেতারা যৌথ সামরিক শক্তি গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন। মিশরের প্রেসিডেন্ট সিসি বলেন, আরব বিশ্বের সবচেয়ে...