ভারতের কাছে পাকিস্তানের ছয় উইকেটে হারার ম্যাচে পাকিস্তানের পেসার হারিস রাউফের মাঠের মধ্যে উত্তেজক অঙ্গভঙ্গি এবং পরে তার স্ত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট দুটোই সমালোচনার মুখে পড়েছে। পুরো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে দুটোই। রবিবার ম্যাচ চলাকালীন রাউফ বাউন্ডারির সীমার কাছে ফিল্ডিং করার সময় এমন অঙ্গভঙ্গি করেছিলেন যা একটি বিমান ‘ডুবে যাওয়ার’ প্রতীক মনে করাচ্ছিল। এরপর তিনি তার আঙুল দিয়ে ‘৬-০’ অঙ্গভঙ্গি দেখান, যা পাকিস্তানের অতীতে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করার অনিশ্চিত দাবি বোঝানোর চেষ্টা হিসেবে দেখা হয়েছে। রাউফের এই আচরণ এবং ভারতীয় ওপেনারদের সঙ্গে তার কথোপকথন, বিশেষ করে শুবমান গিল ও অভিষেক শর্মার সঙ্গে, উত্তাপকে আরও বাড়িয়ে তোলে। ম্যাচের পর রাউফের স্ত্রী মুজনা মাসুদ মালিক ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার...