রাঙ্গামাটি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে আল-আমীন সুন্নি যুব সংঘ হাজী ধনমিয়া পাহাড়ের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদে আয়োজিত এই মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিয়ার আহম্মেদ, প্রধান ওয়ায়েজ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাঙ্গামাটি পার্বত্য জেলার আহ্বায়ক, আস সালীম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী ধনমিয়া পাহাড় জমে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পিয়ার আহম্মেদ পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন মানবজাতির জন্য পথ প্রদর্শক হিসেবে। মুসলমানদের উচিত প্রিয় নবীজির শিক্ষা অনুসরণ করে শান্তিপূর্ণ সমাজ...