ঝালকাঠি পৌরসভা কর্তৃক লাইসেন্স চেকিংয়ের নামে হয়রানির অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে অটোরিকশা ও ইজিবাইক সমবায় সমিতি। অটো শ্রমিক নেতারা জানান, ঝালকাঠি পৌরসভায় আগে ১১শ’ ৫০টি অটোরিকশা লাইসেন্স থাকলেও বর্তমান পৌর কর্তৃপক্ষ মাত্র ৭শ’ ১৩টির লাইসেন্স নবায়ন করেছে। বাদবাকি অটোরিকশা ও ইজিবাইককে বৈধ করার দাবি জানিয়ে আজ সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে তারা। শ্রমিকরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে শহরে গাড়ি চলাচল বন্ধ রাখবেন। এছাড়াও ঝালকাঠি শহরে অটোরিক্সার পাশাপাশি অবৈধ ইঞ্জিনচালিত রিক্সা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কোন লাইসেন্স নেই। এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। তবে পৌর কর্তৃপক্ষের দাবি, শহরে বৈধ অটোরিকশা সংখ্যা ৭শ’ ১৩টি। এগুলোর নবায়ন কার্যক্রম চলছে। অথচ এর বাইরে আরও প্রায় ২ হাজার লাইসেন্সবিহীন অবৈধ অটোরিকশা শহরে চলাচল করায় মানুষের জনজীবনকে দুর্বিসহ...