কলকাতার একটি দুর্গাপূজার উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে উপস্থিত ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। অনুষ্ঠানে গায়ককে শাসান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত নচিকেতার লাইফস্টাইল নিয়ে বিরক্তি প্রকাশ করেন মমতা। কেন এত রোগা হয়ে যাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন তিনি। তিন বেলায় কী কী খেতে হবে সেই পরামর্শ দেন তিনি। এমন কথা জানিয়েছেন খোদ সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে নচিকেতা বলেন, তিনি মোটেই খাদ্যরসিক নন। খেতে তেমন ভালোই লাগে না। অনেক কিছু খেতে বলেছেন মুখ্যমন্ত্রী। বিশেষত কিউই ও ব্লু-বেরি বেশি করে খেতে বলেছেন তিনি। গায়ক নিরামিষাশী। অন্যদিকে মুখ্যমন্ত্রী বারবার প্রোটিনসমৃদ্ধ খাবার খেতে বলেছেন তাকে। নচিকেতা বলেন, আমার খাওয়া বলতে আলুপোস্ত। ওটাই আমি খাই। পশুজাত প্রোটিন আমি খাই না। কিউই আর ব্লু-বেরি খাওয়া যেতে পারে। তিনি...