২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ৩ উদ্ধার কর্মীসহ আগুনে দগ্ধ হয়েছে ৪ জন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী পূর্ব থানার সাহারা মার্কেট রেলগেট এলাকার কেমিক্যাল গোডাউনে হঠাৎ আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায় মুহূর্তেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ও উত্তরার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের ৩ জন কর্মীসহ মোট চারজন দগ্ধ হয়েছে, আগুনে দগ্ধদের টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায়প্রাণহানির খবর না পাওয়া গেলেও আগুনে দগ্ধ কয়েক জনের...