চাঁদপুরে অনুষ্ঠিত ডিসি কাপ ফুটবল টুর্নামেন্ট শেষে ফরিদগঞ্জের দর্শকদের বহনকারী বাসে মতলব উত্তর উপজেলার সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এতে বাসটি ভাঙচুরের শিকার হয় এবং অন্তত তিনজন দর্শক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে চাঁদপুর শহরের ওয়ারলেস মোড়ে। প্রত্যক্ষদর্শী ও আহতদের বরাতে জানা যায়, ফরিদগঞ্জ ফুটবল দল জয়ী হয়ে মাঠ ছাড়ার পর সমর্থকরা একটি বাসযোগে নিজ এলাকায় ফিরছিলেন। এ সময় মতলব উত্তর উপজেলার সমর্থকদের একটি বাস থেকে কয়েকজন নেমে এসে ফরিদগঞ্জের সমর্থকবাহী বাসে হামলা চালায়। তারা ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠি ও হকিস্টিক দিয়ে বাস ভাঙচুর করে। আহত মারুফ (১৮) বলেন, “আমরা খেলায় জিতে আনন্দে ফিরছিলাম। হঠাৎ ওয়ারলেস মোড়ে মতলবের কয়েকজন আমাদের বাসে হামলা চালায়। বাসের কাচ ভেঙে গেলে আমার, সিহাব (১৭) ও আবিরের (১৮) হাতে কেটে যায়।” বাসচালক জানান, “দর্শকরা বিজয়ের...