২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম ভাঙ্গার সীমানা পুনর্নির্ধারণে হাইকোর্টের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত, তবে আজও হয়েছে শান্তিপূর্ণ মানববন্ধন। বিশাল এই শান্তিপূর্ণ মানববন্ধন ছিল না কোন উশৃংখলতা। সব জায়গায় থেকে আগত নারী-পুরুষের মধ্যে ছিল ন্যায়সঙ্গত দাবি আদায়ে মানববন্ধন আসার উচ্ছাস! ভাঙ্গার সহিংসতায় প্রায় দুই কোটি টাকার ক্ষতি। সোমবার(২২ সেপ্টেম্বর) এর আন্দোলনে ছিল না কোন দ্বিধাভিবক্তি। তারপরও প্রশ্ন একটি ঘেকেই যায়। ভাঙ্গার শান্তিপূর্ন আন্দোলনে সত্যি সত্যিই ফ্যাসিষ্টদের পদায়ন ঘটছিল। এই কথাটি এখন ভাঙ্গার শান্তি প্রিয় মানুষের মুখে মুখে। ভাঙ্গাবাসী হাইকোর্টের চুরান্ত রায়ে আশায় বুক বেঁধে আছে। কি রায় আসে তাদের জন্য। ৭০/৮০ বছর বয়সী একাধিক মুরব্বি রহমান,আরজ আলী,ইবাদত মোল্লা তারা উভয়ে ইনকিলাবকে জানান,সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয় তা হলে সবার জন্য মঙ্গল।...