২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরে আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস্টার পর্যায়ে প্রথম হওয়া ৩০টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি বিষয়ে পঠন দক্ষতা এবং গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৯০ জন শিক্ষার্থীর মধ্যে ২৭ জন উত্তীর্ণ হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থীকে...