রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনের ভোট গ্রহণের দিন পেছানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ভোট নেওয়া হবে আগামী ১৬ অক্টোবর। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানায় রাকসু নির্বাচন কমিশন। এর আগে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর বহু প্রতীক্ষিত রাকসু নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চলছে কমপ্লিট শাটডাউন। এ ছাড়া আসন্ন দুর্গাপূজা সামনে রেখে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়ে গেছেন। এমন পরিস্থিতিতে আসন্ন রাকসু নির্বাচন পেছানোর দাবি জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দিন আবীর। তিনি দুর্গাপূজার পরে রাকসু নির্বাচন অনুষ্ঠানের দাবি...