বাংলাদেশ প্রিমিয়ার লিগে নয়, অস্ট্রেলিয়ার বিগব্যাশ লিগে খেলবেন রিশাদ হোসেন। একটি দেশের নিজস্ব ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ চলাকালীন ঐ দেশের ক্রিকেটারের ভিন্নদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলাটা বিরল ঘটনা, সেটাই ঘটতে চলেছে। এই বছরের ১৪ ডিসেম্বর শুরু হবে বিগব্যাশ লিগ, চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। বিগব্যাশের পুরো আসরেই খেলার অনুমতি রিশাদকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির ম্যানেজার জামাল বাবু। বিগব্যাশের সবশেষ মৌসুমেও রিশাদকে দলে নিয়েছিল হোবার্ট হারিকেনস। কিন্তু বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে রিশাদকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। এবারও জুন মাসে বিগব্যাশের ড্রাফটে এই লেগস্পিনারকে দলে নেয় হোবার্ট...