এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে ফখর জামানের আউটকে ঘিরে নতুন করে অভিযোগ তুলেছে পাকিস্তান। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।ভারতীয় সংবাদমাধ্যম 'এনডিটিভি' এমনটাই জানিয়েছে। রোববার দুবাইয়ে ম্যাচের শুরুতেই ওপেনিংয়ে পাঠানো হয় ফখর জামানকে। হার্দিক পান্ডিয়ার বলে এজ হয়ে বল যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে। মাঠের আম্পায়ার গাজী সোহেল এবং রুচিরা পল্লিয়াগুরুগে নিশ্চিত না হয়ে সিদ্ধান্ত পাঠান টিভি আম্পায়ারের কাছে। রিপ্লে দেখে পল্লিয়াগুরুগে ক্যাচকে বৈধ ঘোষণা করেন। তবে এক কোণ থেকে পাওয়া রিপ্লেতে বল মাটিতে লেগে গ্লাভসে উঠেছে বলে সন্দেহ হয়। ১৫ রানে আউট হওয়ার পর ফখর ক্ষোভ প্রকাশ করে কিছুক্ষণ ক্রিজে দাঁড়িয়ে থাকেন এবং মাথা নাড়িয়ে মাঠ ছাড়েন। পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমা অভিযোগ নিয়ে যান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে। তবে...