আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে রোববার শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। এই সময় পুলিশ সুপার পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, মন্ডপের প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ, সিসি ক্যামেরা স্থাপন এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করেন। তিনি কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করে উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দময় করার বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করেন। পুলিশ সুপার সাধারণ জনগণ ও পূজা উদযাপনকারীদের আশ্বস্ত করে বলেন, “কুমিল্লা জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আপনাদের পাশে আছে। পূজা উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সকল ধরনের অপপ্রচার, উসকানি বা গুজবের বিরুদ্ধে সতর্ক থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ...