তিনি আরও জানান, ইউকের প্রকল্প এবং জাপান ও কোরিয়ার প্রকল্প দ্রুত পেলে চট্টগ্রাম শহর আরও সুন্দর করা যেত। কিন্তু এটি কেবল চট্টগ্রাম সিটির ব্যর্থতা নয়, এটি রাষ্ট্র ও সরকারের ব্যর্থতাও। চারশ কোটি টাকার একটি প্রজেক্ট ফিন্যান্স মিনিস্ট্রিতে গিয়ে ২৯৮ কোটি টাকায় হ্রাস করা হয়েছে। প্রায় একশ কোটি টাকা কেটে দিয়ে ১৬০ কোটি টাকা ৫ শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছে। মেয়র বলেন, “ওই ফাইলটা এখনও ওই জায়গায় রয়ে গেছে। আমি এখনো দৌড়াচ্ছি, প্রত্যেক মন্ত্রণালয়ে যাচ্ছি। প্রধান উপদেষ্টাকে বলেছি। আমি কোথায় যাব? এর উপর আর কেউ আছে? উনি চট্টগ্রামের মানুষ। উনাকে বলেছি, উনার পিএসকে বারবার বলেছি যে, কাজটা করে দেন। আমার মেশিনারিজ খুব দরকার। আমার আসলে মেশিনারিজ নেই। যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ১৫-২০ বছরের পুরনো। গত সরকার একটা ড্রেনেজ...