ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা নূতন। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের সাজসজ্জা নিয়ে কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ট্রলের মুখে পড়েছেন বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেত্রী নূতন। মেকআপের কথা বলতে গিয়ে নূতন বলেছিলেন, আমি সাধারণত মেকআপ খুব একটা ব্যবহার করি না। করলেও হালকা মেকআপ করি। তার এই কথা কোড করে সোশ্যাল মিডিয়ায় নানা রকমের হাস্যরসাত্মক পোস্ট ও ভিডিও তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অভিনেত্রী নূতন। যা তার নিজেরও দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে আলাপকালে এই নায়িকা বলছেন, আমি শোবিজ অঙ্গনের মানুষ। অতীতে দর্শকরা আমাকে পর্দায় যেভাবে দেখেছেন, আমার ভক্ত হয়েছেন, তারা কিন্তু পর্দার বাইরেও আমাকে গ্ল্যামারাস একজন শিল্পী হিসেবেই কল্পনা করেন। এই বিষয়টা মাথায় রেখেই আমি সচেতনভাবে একটু পরিপাটিভাবে চলাফেলা করি ও সাজসজ্জা করি। নায়িকা নূতন...