বলিউডের খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির কোর্টরুম ড্রামা 'জলি এলএলবি ৩' সিনেমা মুক্তি পেয়েছে গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর)। এটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর। জনপ্রিয় 'জলি এলএলবি' সিরিজের প্রথম পার্টে ছিলেন আরশাদ ও দ্বিতীয় পার্টে নেওয়া হয় অক্ষয়কে। এবং তৃতীয় পার্টে দুই নায়কের যুগলবন্দি হিন্দি বেল্টে ভালো ফল করেছে। গত তিন দিনে 'জলি এলএলবি-৩' সিনেমাটি বক্স অফিস কালেকশন বেশ সাড়া ফেলেছে। সিনেমাটি ভালোই ব্যবসা করছে। Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, তিন দিনেই সিনেমাটি ৫০ কোটি রুপির ঘর ছাড়িয়ে গেছে। বক্স অফিসের সর্বশেষ আপডেট অনুযায়ী, জলি এলএলবি-৩ সিনেমাটি উদ্বোধনী দিনের আয় ছিল ১২ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় দিন আয় ছিল ২০ কোটি রুপি থেকে সামান্য বেশি। গতকাল তৃতীয় দিনে ২১ কোটি রুপি আয় করে। সব মিলিয়ে মুক্তির তিন দিনে সিনেমাটির মোট...