প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এক বার্তায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল আবদোলরহিম মৌসাভি জানিয়েছেন, আট বছরব্যাপী ইরান-ইরাক যুদ্ধ চলাকালে শত্রু কখনোই ইরানের সামরিক শক্তি, দেশীয় প্রতিরক্ষা সক্ষমতা, আঞ্চলিক ক্ষমতা এবং ইরানি সশস্ত্র বাহিনীর নির্ধারক ও প্রাসঙ্গিক প্রতিক্রিয়া অতিক্রম করতে পারেনি। তিনি বলেন, ইরান কেবল নীরব নয়; প্রতিটি হুমকিকে সে একটি সুযোগে রূপান্তরিত করে, যাতে তার জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তি প্রদর্শিত হয়। মৌসাভি আরও জোর দিয়ে বলেন, উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি এগিয়ে নেওয়া এবং প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি হাইব্রিড যুদ্ধের বিরুদ্ধে প্রস্তুতির প্রয়োজনীয়তাও তুলে ধরেন, বিশেষ করে শত্রুরা যে জ্ঞানমূলক বা ‘কগনিটিভ’ যুদ্ধ কৌশল ব্যবহার করে। বার্তার শেষাংশে তিনি গর্বিত এবং সাহসী ইরানি জাতিকে আশ্বস্ত করে জানান, ইসলামিক প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী কৌশলগত অপ্রত্যাশিত উপায় ও উন্নত সক্ষমতার...