এশিয়া কাপের চলমান আসরে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও শ্রীলংকা। চলতি পর্বে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে দুই দলই। তাই এ ম্যাচের জয়ী দল ফাইনালের দৌড়ে টিকে থাকবে। আর হেরে যাওয়া দলের ফাইনালে খেলার আশা কঠিন হয়ে যাবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে নামবে সালমান-আসালাঙ্কারা। গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকয়টিতে জিতে সেরা দল হয়ে সুপার ফোরে ওঠে শ্রীলংকা। এ রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয় লংকানরা। এতে টাইগারদের কাছে ৪ উইকেটে হেরে যায় তারা। টস হেরে প্রথমে ব্যাট করে দাসুন শানাকার ঝড়ো হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলংকা। ৩টি চার ও ৬টি ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন তিনি। ৪...