২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমুখী পুলিশিং কর্মকাণ্ডের ওপর গুরুত্বারোপ করে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেছেন, জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণকে আইনি সহায়তা ও পুলিশের কার্যক্রমে জনসেবার মান বৃদ্ধি, মামলা তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অবৈধ দ্রব্য উদ্ধারে প্রবণ্য ভূমিকা রাখতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা পুলিশ লাইন্স মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার দিকনির্দেশনামূলক এসব কথা বলেন। সভায় জেলার সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন।এসময় পুলিশ সুপার এসব সমস্যা সমাধানের...