সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুসারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে বেড়া পৌর এলাকার বৃশালিখা ঘাটের নিয়ন্ত্রণ করতেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একটি অংশ ও টুকু অনুসারীদের একাংশ মিলে ঘাটটি নিয়ন্ত্রণ করছিল। সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির আরেকটি গ্রুপ ওই ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে দুটি এলাকার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।...