নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ||রাইজিংবিডি.কম গাজীপুরে কলহের একপর্যায় সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করার পর রনি শেখ (৩৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রনি শেখ ঢাকার নবাবগঞ্জ থানার কলাকোপা এলাকার শেখ রহমতের ছেলে।আরো পড়ুন:ধর্ষিত শিশুর স্বজনের সঙ্গে অশালীন আচরণ করা চিকিৎসক বরখাস্তনোয়াখালী হাসপাতালে র্যাবের অভিযান, ৭ দালালের কারাদণ্ড ধর্ষিত শিশুর স্বজনের সঙ্গে অশালীন আচরণ করা চিকিৎসক বরখাস্ত নোয়াখালী হাসপাতালে র্যাবের অভিযান, ৭ দালালের কারাদণ্ড ছুরিকাঘাতে আহত বৃষ্টি আক্তার (২৭) রাজবাড়ীর কালুখালী থানার গড়িয়ানা এলাকার হাকিম মোল্লার মেয়ে। তিনি রনি শেখের সাবেক স্ত্রী। তারা দুজনেই স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, ‘‘বৃষ্টির সঙ্গে রনির প্রায় এক বছর আগে তালাক হয়ে গেলেও তাদের মধ্যে যোগাযোগ...