সারাদেশে আমনের ভরা মৌসুম চলছে। কিন্তু কৃষক সার পাচ্ছেন না। আবার অতিরিক্ত টাকা দিলে ঠিকই মিলছে সার। কৃষকদের অভিযোগ, ডিলার ও খুচরা ব্যবসায়ীদের কারসাজিতে সারের কৃত্রিম সংকট চলছে। তারা কেজিতে ৪-১০ টাকা বেশি নিচ্ছে। বরাবরের মতো ডিলার সিন্ডিকেট হাতিয়ে নিচ্ছে টাকা। ডিলারদের দাবি, সারের সরবরাহ বা বরাদ্দ কম; তাই কৃষকদের চাহিদামতো বিক্রি করা যাচ্ছে না। তাছাড়া আমনের সময় সারের চাহিদা বেড়ে যায়। মন্ত্রণালয় বলছে, দেশে সারের কোনো ঘাটতি নেই। আগামী ডিসেম্বর পর্যন্ত সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কিন্তু সরকার কঠোর অবস্থানে থাকলেও সার ব্যবসায়ী সিন্ডিকেট বহাল রয়েছে। এদিকে কৃষকরা সারের দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভও করেছেন। আমন ক্ষেতে প্রয়োজনীয় সার দিতে না পারায় ক্ষুব্ধ কৃষকরা। ফলে আমন উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। আমনের ভরা মৌসুমে সার পেতে চরম ভোগান্তির অভিযোগ তুলেছেন...