২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ পিএম ইসরাইলের হামলায় গাজা শহরে কমপক্ষে ২০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো। অর্থাৎ আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কূটনৈতিক পদক্ষেপগুলো গাজায় ইসরাইলের সামরিক অভিযান বন্ধে খুব একটা ভূমিকা রাখতে পারেনি। জানা গেছে, গাজা শহরের আবাসিক ভবনগুলো ধ্বংস করে শহরটি পুরোপুরি দখলে নেয়ার জোর চেষ্টা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। স্থানীয়রা বলছেন, পুরো এলাকা ধ্বংস করা হচ্ছে এবং ধ্বংসস্তূপে আটকে থাকা অনেকে পরিবারসহ নিহত হচ্ছেন। এদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ ইসরাইলে দুটি রকেট নিক্ষেপের জন্য হামাস যে স্থান ব্যবহার করেছিল, সেখানে তারা হামলা চালিয়েছে। এছাড়া একটি ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছিল বলেও জানানো হয়। ইসরাইলের চলমান হামলা শুরুর পর লক্ষ লক্ষ ফিলিস্তিনি গাজা শহর থেকে...