খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেখ সাইফুল ইসলাম (৩৮) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন তার স্বজনরা। তবে হাসপাতাল কতৃপক্ষ বলছে, এ ঘটনায় গতকাল সোমবার ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। রোগীর আত্মীয়-স্বজনরা জানায়, নগরীর খানজাহান আলী থানার যোগিপোল ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মৃত শেখ ইসমাইলের ছেলে কিডনি জটিলতায় আক্রান্ত সাইফুল ইসলামকে গত শনিবার সকালে খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সন্ধ্যায় তার শ্বাসকষ্ট বেড়ে গেলে স্বজনরা অক্সিজেনের জন্য ছোটাছুটি শুরু করেন। এরপর রাত ১টার পর অক্সিজেন সরবরাহ করা হয়। কিন্তু পরদিন রবিবার সকালে ওয়ার্ডের আউটসোর্সিং কর্মচারী (ক্লিনার) আব্দুল জব্বার গিয়ে সিলিন্ডারসহ অক্সিজেন মাস্ক খুলে নিয়ে আরেক রোগীকে...