রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভাসিটি টিচার্স লিংক (ইউটিএল)। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধস্তাধস্তির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইউনিভাসিটি টিচার্স লিংক (ইউটিএল)। ২১ সেপ্টেম্বর (রবিবার) ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায়, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য পোষ্য কোটা বহাল রেখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশের পর শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্য ও উপ-উপাচার্যের বাসভবন ঘেরাও করলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডা এবং...