চালুর পর থেকে আমাদের সময়ের সবচেয়ে বড় ও প্রভাবশালী উদ্ভাবনগুলোর একটি হয়ে উঠেছে ইন্টারনেট। হঠাৎ করেই মানুষ বিশ্বের সবকিছু হাতের মুঠোয় পেয়ে গেল। তবে কখনও ভেবে দেখেছেন ‘ইন্টারনেটের বিশ্ব’ আসলে কত বড়? এ বাক্যটি পড়ার সঙ্গে সঙ্গে নেটফ্লিক্সে ১০ লাখেরও বেশি ঘণ্টা ভিডিও দেখা, ইউটিউবে হাজার হাজার ঘণ্টার ভিডিও আপলোড এবং ইনস্টাগ্রামে অসংখ্য ছবিও পোস্ট হয়েছে। ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’-এর মতে, বিষয়টি কেবল এক মিনিটের ইন্টারনেট কার্যকলাপ, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও ব্যস্ত হয়ে উঠছে। কিন্তু ইন্টারনেটের জগৎ আসলে কত বড়? সেখানে কী পরিমাণ ডেটা রয়েছে? ২০২৪ সালেই প্রায় একশ ৪৯ জেটাবাইট বা জিবি ডেটা তৈরি করেছে বিশ্ব। ধারণা করা হচ্ছে, ২০২৫ সালের শেষ নাগাদ এ পরিমাণ গিয়ে পৌঁছাবে একশ ৮১ জেটাবাইটে। কিছু অনুমান বলছে, এ পরিমাণ একটু কমে প্রায় একশ...