যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসভিয়ার’ বিশ্বসেরা গবেষকদের তালিকা প্রকাশ করেছে। ‘বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানী-২০২৫’ শিরোনামের এ তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩৫ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছেন। যা দেশের যেকোনও প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ। সোমবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাবির জনসংযোগ দফতর। গতবছর এই তালিকায় ঢাবি থেকে ১০ জন স্থান পেয়েছিলেন। এ বছরে তা প্রায় ২৫০ শতাংশ বেড়ে ৩৫ জনে দাঁড়ালো। জানা গেছে, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহ-লেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। এই স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন বলে জানিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের এ তালিকায় স্থান পাওয়ায় শিক্ষক ও গবেষকদেরকে অভিনন্দন জানিয়েছেন ঢাবি উপাচার্য...