এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারত-পাকিস্তান লড়াইয়ে ফাখর জামানের আউট ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট এরইমধ্যে আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করা শ্রীলঙ্কান রুচিরা পাল্লিয়াগুরুগে ফাখর জামানকে ১৫ রানের মাথায় আউট ঘোষণা করেন। হার্দিক পান্ডিয়ার বলে ভারতের উইকেটরক্ষক সাঞ্জু স্যামসনের হাতে ক্যাচ আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। যদিও টিভি রিপ্লেতে স্পষ্টভাবে বোঝা যায়নি, বলটি সরাসরি গ্লাভসে ধরা হয়েছিল, নাকি আগে মাটিতে পড়েছিল! মাঠের আম্পায়ার গাজী সোহেল প্রথমে আউট দেননি, বরং সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠান। টিভি রিপ্লের এক কোণে দেখা যায়, বলটি স্যামসনের গ্লাভসে পৌঁছানোর আগে মাটিতে লেগেছে। তবুও তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত দেন যে, বলটি ধরা হয়েছিল আঙুল মাটির নিচে রেখেই। যেখানে কয়েকটি অ্যাঙ্গেল থেকে ক্যাচটি...