রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও লুটপাটের সময় দরবারের একটি গরু লুট করে নিয়ে যাওয়ার অভিযোগে সজিব শেখ (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সজিব শেখ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার উজ্জ্বল শেখের ছেলে। ভিডিও ফুটেজ যাচাই করে পুলিশ তাকে গ্রেফতার করে। রোববার (২১ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে সজিবের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব। তিনি জানান, ভিডিও ফুটেজ দেখে ও পর্যালোচনা করে দেখা গেছে সজিব শেখসহ কয়েকজন যুবক নুরাল পাগলার দরবার থেকে একটি গরু নিয়ে যাচ্ছে। ফুটেজের ওপর ভিত্তি করে পুলিশ সজিব শেখকে শনাক্ত করে গ্রেফতার করে। পরে তাকে নুরাল পাগলার ভক্ত আজাদ...