চট্টগ্রাম:আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী একদল সৎ দক্ষ ও যোগ্য ব্যক্তিদের প্রাথমিক মনোনয়ন দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, জামায়াতের প্রার্থীরা একদিকে যেমন সৎ দক্ষ ও খোদাভীরু অপরদিকে শ্রমিক বান্ধব।আমরা বিশ্বাস করি এই সকল প্রার্থীদের বিজয়ী করতে শ্রমিকরা মাঠে ময়দানে জোরালো ভূমিকা পালন করবে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগরের হোটেল সৈকতে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নগর...