রোববার গভীর রাতে উপজেলার উচাখিলা ইউনিয়নের চরআলগী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোয়াজ্জেম হোসেন খান বাদী হয়ে মামলা দায়ের করার পর উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিনের নেতৃত্বে প্রায় ১০ সদস্যের একটি দল আসামি সুলতান উদ্দিন খান (৫৫), সুমন মিয়া (৪২), কামাল মিয়া (৩৬) ও মাসুদ মিয়াকে (৪০) গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযানে যায়। কিন্তু পুলিশ বাড়িতে প্রবেশ করতেই স্থানীয়রা ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার শুরু করে এবং লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। বাদী মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং পুলিশ সরে যাওয়ার পর তার বাড়িতে হামলা চালায়। তার দাবি, ঘরবাড়ি ভাঙচুর ও ফসলি জমি নষ্টের ঘটনায় দায়ের করা মামলাকে প্রভাবিত করতেই প্রতিপক্ষ এ নাটক সাজিয়েছে। অভিযুক্তদের দাবি,...