ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে যখন বিতর্ক চলছে, তখন ইসরায়েলের অভ্যন্তরে দেখা গেছে এক ভিন্ন চিত্র। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কঠোর অবস্থানের বিপরীতে, প্রায় ৯,০০০ ইসরায়েলি নাগরিক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন, যার মূল দাবি হলো যুদ্ধ নয়, শান্তি। তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।ইহুদি-আরব সংগঠনের পিটিশন ও তাদের দাবি‘জাজিম কমিউনিটি অ্যাকশন’ নামে একটি ইহুদি-আরব সংগঠন এই পিটিশনের আয়োজন করেছে। “যুদ্ধকে না, স্বীকৃতিকে হ্যাঁ” শিরোনামের এই আবেদনে বলা হয়েছে, তারা ইসরায়েলের এমন নাগরিক যারা গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধী এবং শান্তিতে বিশ্বাসী। তারা বিশ্বের সকল জাতির প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি সম্পূর্ণ সমাধান। এতে বলা হয়েছে, “আমাদের বেছে নিতে হবে যে আমরা বিশ্বের সঙ্গে...