বিএনপি রাষ্ট্রক্ষমতায় যতবার এসেছে ততবার দেশে ইসলামের বিজয় হয়েছে এবং আলেম সমাজ নিরাপদে থেকেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব মোস্তফা জামান।সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরে জামিয়া ইসলামিয়া রানাভোলা ও মসজিদ খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর ২০২৪-২৫ ইংরেজি বার্ষিক সমাপনী ও বোর্ড পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি অভিযোগ করে বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই আলেম সমাজের উপর অন্যায়-অত্যাচার, নির্যাতন-জুলুম চালিয়ে ইসলামকে ধ্বংস করার অপচেষ্টা চালায়। কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে ইমাম ও আলেম সমাজকে সম্মানের আসনে রাখা হয়, তাদের সর্বোচ্চ মর্যাদা দেয়া হয়। বিএনপির কারণেই দেশব্যাপী মসজিদ-মাদ্রাসার বিস্তার ঘটেছে।”মোস্তফা জামান আরো বলেন, একটি পক্ষ মসজিদ-মাদ্রাসা দখলের চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় তিনি আলেম সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার...