অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের জন্য আর্থিক চাহিদা পূরণে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে সরে এসে একটি শক্তিশালী পুঁজিবাজার ভিত্তিক তহবিল সংগ্রহের মডেল গড়ে তোলা জরুরি। কেননা বর্তমান ব্যবস্থা ঋণ খেলাপির সুযোগ তৈরি করে। তিনি বলেন, ‘বন্ডে বেসরকারি খাতের অংশগ্রহণ খুবই কম। আর্থিক চাহিদা মেটাতে আমাদের অবশ্যই ঋণের পরিবর্তে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করতে হবে।’ রাজধানীর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের বন্ড ও সুকুক দীর্ঘমেয়াদি বিনিয়োগ সংস্কৃতি ও বৃহত্তর আর্থিক সক্ষমতার ওপর জোর দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, পুঁজিবাজারকে কেবল অনির্দিষ্টকালের জন্য মুনাফা অর্জনের জায়গা হিসেবে দেখা উচিত নয়। সুকুক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই উপকরণগুলো অবশ্যই বাস্তব, আর্থিকভাবে টেকসই সম্পদের সঙ্গে সংযুক্ত হতে...