আগামী জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১৫০টি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে বিএনপি ৫০ থেকে ১০০টি আসন পাবে বলে দাবি করেছেন তিনি। সোমবার (২২ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সার্ভে করে জানতে পেরেছি আগামী নির্বাচনে এনসিপির ১৫০টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো এবং ৩০০ আসনে জয়ের জন্যই লড়বো। তাহলে বিএনপি-জামায়াত কয়টা পাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এটা তো আমি বলতে পারবো না। যারা ভোট দেবে তারাই বলতে পারবে। বিএনপি অনেকগুলো ডাটা সার্ভে করেছে। জামায়াতও করেছে। তবে আমি একবার বলেছিলাম, বিএনপি ৫০ থেকে ১০০ আসনের ওপরে যাবে না। আপনারা...