১৩ সেপ্টেম্বর তাঁদের চল্লিশা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী, লাখ খানেক টাকা খরচ করে এই অনুষ্ঠান করা হয়েছে। আত্মীয়স্বজন ও সমাজের মিলিয়ে ১ হাজার ২০০ মানুষের আয়োজন করা হয়েছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী বলেছেন, ‘ইসলামের দৃষ্টিতে এটা নেই। কিন্তু কেউ মারা গেলে এটা করতে হয়। এটা আমাদের এলাকার রেওয়াজ।’ রাজশাহীর পবায় গত ১৬ জুলাই বিকেলে অটোরিকশাচালক শামসুদ্দিনের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মৃতদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া যায়। তার এক জায়গায় লেখা ছিল, ‘সুদ দিও না, কিস্তি দিও না।’ তাঁর স্ত্রী শিলা খাতুন বলছেন, ঋণের দায়েই তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। তাঁর অনেক ঋণ আছে। ঋণের জন্য মামলা হয়েছে। সেদিন মামলার হাজিরার দিন ছিল। হাজিরা না দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। তাঁর বাড়ি রাজশাহীর তানোর থানার তালন্দ বাজার...