নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি), এইচ অ্যান্ড এইচ (হুসেন অ্যান্ড হুসেন) ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বিআইডব্লিউটিএ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বার্কি, ডাইকি এক্সিস ও সিএসডি একাডেমির সমর্থনে এনএসইউ-এর সিন্ডিকেট হলে ‘ঢাকার নদীগুলোকে পুনরুজ্জীবিত করা: টেকসই ব্যবস্থাপনার জন্য নীতিগত বিকল্প’ শীর্ষক একটি নীতি সংলাপের আয়োজন করে। বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, ধলেশ্বরী, এবং বালু নদী দ্বারা পরিবেষ্টিত ঢাকা শহর শিল্পবর্জ্য, পৌরসভার আবর্জনা, শহুরে বর্জ্য, অবৈধ দখল এবং জলাভূমি হারানোর কারণে মারাত্মক দূষণের শিকার। এই সংলাপে নীতিনির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা নদী পুনরুদ্ধারের জন্য কার্যকর কৌশল প্রণয়নে একত্রিত হন। অনুষ্ঠানের সম্মানিত অতিথি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শহরের প্রকৃতি-কেন্দ্রিক অগ্রাধিকারের অভাবের ওপর জোর দেন। তিনি চট্টগ্রাম-কক্সবাজার...