বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর করা নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা ১৫ দিনের জন্য স্থগিত করেছিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। তবে, দুপুরে এ আদেশের পর আপিল বিভাগের চেম্বার আদালত বিকেলে হাইকোর্টের আদেশের ওপর ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে। ফলে বিসিবি সভাপতির ওই চিঠির কার্যকারিতা আপাতত বহাল থাকছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ। চেম্বার আদালতে ছিলেন অ্যাডভোকেট অন রেকর্ড মো. হেলাল আমিন। অ্যাডভোকেট হেলাল আমিন দেশ রূপান্তরকে বলেন, 'হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে আমরা জরুরি বিবেচনায় তাৎক্ষনিক চেম্বার আদালতে আবেদন করেছিলাম। আদালত হাইকোর্টের আদেশটি ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছেন। এখন এই সময় পর্যন্ত হাইকোর্টের আদেশটি...