নিজস্ব প্রতিবেদক : সরকার আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশীয় তেল পরিশোধনকারী ও বিপণনকারীদের প্রস্তাব মেনে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে “বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন” নামের সংগঠন একটি বৈঠকে বসে। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন উপস্থিত ছিলেন এবং সভাটি অনুষ্ঠিত হয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে। আলোচনায় জানা গেছে, খোলা ও বোতলজাত সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো হবে। ব্যবসায়ীদের প্রস্তাব ছিল প্রতি লিটারে ১০ টাকা বাড়ানো হোক। তবে সরকার প্রতি লিটার মাত্র ১ টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান বলছেন, ব্যবসায়ীদের প্রস্তাব আন্তর্জাতিক বাজারের তুলনায় অত্যধিক ছিল, তাই সেটি যাচাই‑পর্যালোচনা করা হচ্ছে এবং সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে আলোচনার ভিত্তিতে। উল্লেখ্য, আমদানিতে নতুন একটি নিয়ম...